রাজশাহীর মোহনপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক ছাত্রীকে (২০) ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ওই ছাত্রীর বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে মোহনপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা করেন।
জানা গেছে, মোহনপুর উপজেলার কালিগ্রাম খাজুরা মধ্যপাড়া গ্রামের নহির উদ্দিনের ছেলে নৈমুদ্দিন ওরফে নয়ন (২০), ইউনুস আলীর স্ত্রী ফাজেলা বেগম(৩৮) ও মৃত খিন্টু মন্ডল ছেলে নহির উদ্দিন(৫০) তিনজনকে আসামি করা হয়েছে।
মামলা এজাহার দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, প্রধান আসামি নৈমুদ্দিন নয়ন কলেজে আসা-যাওয়ার পথে ও মোবাইল ফোনে প্রায়ই ওই ছাত্রীকে প্রেম নিবেদন ও উত্ত্যক্ত করতেন। এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে নৈমুদ্দিন নয়ন ছাত্রীটিকে একাধিকবার ব্যবহার করেন।
ওই ছাত্রী নৈমুদ্দিন নয়নকে বিয়ের জন্য তাগিদ দিলে সে বিভিন্ন অজুহাতে কালক্ষেপণ করতে থাকে। গত ২১ এপ্রিল সকাল সকাল ১০টায় ছাত্রীর বাবা ও মা বাড়িতে না থাকায় সুযোগে নয়ন বাড়িতে আসেন বিয়ের প্রলোভনে ধর্ষণ করেন।
মোহনপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, নয়ন বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে। পরে বিয়ে করতে অস্বীকৃতি জানালে ভিকটিম নিজে বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পরপরই আসামি গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।