সিরাজগঞ্জের তাড়াশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ব্যাঙ্গোক্তি করায় প্রধান শিক্ষক আবু হাশেমের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় .ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান ফরহাদ আলী বিদ্যুৎ বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

 

তাড়াশ থানার ওসি মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তাড়াশ উপজেলার ওয়াশিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক জি এস ১৫ আগস্ট শাহাদত বার্ষিকীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বঙ্গবন্ধুকে ব্যাঙ্গোক্তি করে। এ ঘটনার প্রতিবাদে গতকাল সোমবার বিকেলে মানববন্ধন শেষে ওই যুবলীগ নেতা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। অভিযূক্ত ওই শিক্ষককে গ্রেফতারের জোর চেষ্টা চলছে। এদিকে এ ঘটনার প্রতিবাদ ও তার শাস্তির দাবীতে ১৮ আগস্ট মঙ্গলবার দুপুরে উপজেলা ছাত্রলীগ বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলার মোহাম্মাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন তার বিদ্যালয়ে গত ১৫ আগষ্ট শোক দিবস পালন করে ফেসবুকে ছবি পোষ্ট করে লেখেন “ নির্বাক ও বিনম্র শ্রদ্ধা ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস”। ওই শিক্ষকের পোষ্টে অভিযুক্ত শিক্ষক আবু হাসেম ব্যাঙ্গচিত্রসহ হাস্যকর কমেন্টস করেন। যা বঙ্গবন্ধুকেই কটাক্ষ করার শামিল বলে দাবী করা হয়।

এবি নিউজ টোয়ান্টিফোর ডটকম

মন্তব্য করুন