হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মোহাম্মদ সম্পর্কে কথিত কটূক্তির গুজব ছড়িয়ে এক হিন্দু যুবককে হয়রানি ও গ্রেফতার করার অভিযোগ পাওয়া গেছে। নারায়ণ দেব পিন্টু নামে ঐ যুবককে ভারত সীমান্ত বাল্লা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

 

৬ মে বুধবার রাত সাড়ে ৯টায় চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক ধামের নেতৃত্বে একদল পুলিশ বাল্লা সীমান্ত থেকে তাকে আটক করে।

এর আগে ‘তৌহিদী জনতা’র নামে একদল সাম্প্রদায়িক ইসলামিস্টদের পক্ষে জনৈক মাওলানা কামাল উদ্দিন বাদী হয়ে চুনারুঘাট থানায় তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা করে।

জানা যায়, আটক নারায়ণ দেবনাথ পিন্টু ৪ মে ফেসবুকে মুহাম্মদকে নিয়ে ব্যাঙ্গচিত্র প্রকাশ ও কটূক্তি করেছে এই মর্মে গুজব ছড়িয়ে রানীগাঁও বাজারে স্থানীয় মুসলিম জনতার ব্যানারে একত্রিত হয়ে পিন্টুর ফাঁসির দাবি জানায়। পরে ৬ মে বুধবার দুপুরে ‘তৌহিদী জনতা’র ব্যানারে চুনারুঘাটে লকডাউন ভেঙে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে ইসলামিস্টরা।

পরে এ মামলার প্রেক্ষিতে পিন্টুকে হয়রানিমূলক গ্রেফতার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

বিডি বার্তা২৪

 

মন্তব্য করুন