ব্লগ, ফেসবুক, ইন্টারনেট, প্রিন্ট ও ইলেকট্রনিক মাধ্যমে হজরত মুহাম্মদ ও ইসলাম সম্পর্কে কটূক্তিকারীদেরকে শনাক্ত করতে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তাঁর ব্যক্তিগত সহকারী মাহবুব উল হক শাকিল ১০ মার্চ রোববার এ তথ্য জানান।

হেফাজতে ইসলাম ‘ইসলামবিদ্বেষী ব্লগারদের অপতত্পরতা বন্ধ এবং তাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার’ দাবি জানিয়েছে । এ দাবিতে কওমি মাদ্রাসাভিত্তিক বিভিন্ন দল ও সংগঠনসহ আলেম-ওলামাদের সমন্বয়ে গঠিত সংগঠনটি আগামী ৬ এপ্রিল সব জেলা থেকে ঢাকামুখী লংমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছে। লংমার্চে বাধা দেওয়া হলে পরদিন থেকে লাগাতার হরতালেরও হুমকি দেওয়া হয়। গতকাল শনিবার সকালে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার (দারুল উলুম মঈনুল ইসলাম) মিলনায়তনে জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলনে লংমার্চসহ মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির ঘোষণা করা হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী। সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এ সম্মেলনে প্রায় অর্ধশত আলেম বক্তব্য দেন। এতে দেশের কওমি মাদ্রাসাকেন্দ্রিক ধর্মভিত্তিক প্রধান দলগুলোর শীর্ষস্থানীয় নেতা ও বিভিন্ন এলাকা থেকে যাওয়া কয়েক হাজার আলেম অংশ নেন।

প্রথম আলো

মন্তব্য করুন