সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম নিয়ে কথিত কটূক্তির অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের একছাত্র মৌলবাদীদের রোষানলে পড়েছেন। ভিক্টিমের নাম তৌহিদ ফেরদৌস শাওন যিনি ববির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনজিনিয়ারিং বিভাগে শিক্ষার্থী।
১৮ নভেম্বর বুধবার বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ঢাকা-পটুয়াখালী মহাসড়কে উগ্রপন্থী একটি চক্র সাধারণ শিক্ষার্থীর ব্যানারে শাওনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বলে জানা গেছে।
এর আগে ১৭ নভেম্বর মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাসের কাছে লিখিত অভিযোগ দেয় উগ্রপন্থীরা। একইসাথে, সাওনকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কারের দাবিতে ক্যাম্পাসে উম্মাদনা সৃষ্টির প্রয়াস চালাচ্ছে।
শাওনের বিরুদ্ধে অভিযোগ, ১৬ নভেম্বর সোমবার রাতে তার ফেসবুক আইডি থেকে মুসলিম বিবাহের মোহরানা এবং বাঙালি মুসলিম নারীদের নিয়ে কটাক্ষ করেছেন।