ড্রাকুনিয়ান ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কিশোরগঞ্জের ভৈরবের গুলে মদিনা দরবার শরীফের পরিচালক পীর আবুল বাশার আল কাদরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ওমরাহ হজ নিয়ে কথি কটূক্তি এবং ইসলাম ধর্মের কথিত অপব্যাখ্যা ওয়েব এবং সোশ্যাল মিডিয়ায় প্রচারে দায়েরকৃত মামলায় রোববার (১৬ ফেব্রুয়ারি) তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন কিশোরগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
গত ১২ জানুয়ারি ভৈরব থানায় মামলার পর কথিত ওই পীর হাইকোর্টের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। ১৬ ফেব্রুয়ারি রোববার তার জামিনের মেয়াদ শেষ হয়। রোববার তিনি কিশোরগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে বিচারক মো. হাবিব উল্লাহ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা গেছে, পীর আবুল বাশার আল কাদরী হবিগঞ্জ একটি ওয়াজ মাহফিলে ওমরাহ হজ নিয়ে নিজস্ব মতামত প্রদান করেন। ধর্মান্ধ একটি চক্র তাঁর সেই বক্তব্যকে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে তাঁর বিরুদ্ধে সাধারণ মানুষকে সংক্ষুব্ধ করে তোলা হয়। সোশ্যাল মিডিয়া ও অনলাইনে এ ঘটনা ভাইরাল হলে ভৈরব ও কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলের ধর্মান্ধ মুসল্লিরা ক্ষোভে ফেটে পড়েন।
একপর্যায়ে, ধর্মান্ধ চক্রের জনৈক আইনজীবী মোহাম্মদ আমিনুল ইসলাম ১২ জানুয়ারি ভৈরব থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।