খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়িতে মো. মনসুর আলী (২৮) নামে এক ব্যক্তির বিরুদ্ধে পাহাড়ি স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় থানায় মামলা নিতে গড়িমসির অভিযোগ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হিল উইমেন্স ফেডারেশন। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নিরূপা চাকমা শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই অভিযোগ করেন।
বিবৃতিতে তিনি বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি ২০২১ দুপুরের দিকে মো. মনসুর আলী এক ত্রিপুরা স্কুলছাত্রীকে প্রলোভন দেখিয়ে ধর্ষণের প্রচেষ্টা চালায়। পরে খবর স্থানীয় লোকজন ধর্ষণ চেষ্টাকারীকে হাতেনাতে আটক করে স্থানীয় ইউপি সদস্য মো. তাজু ইসলামের কাছে হস্তান্তর করেন। কিন্তু তিনি কোনও আইনি পদক্ষেপ না নেওয়ায় স্কুলছাত্রী ও তার অভিভাবকরা বৃহস্পতিবার মাটিরাঙ্গা থানায় মামলা করতে গেলে নানা অজুহাত দেখিয়ে মামলা নিতে গড়িমসি করা হয়। শুক্রবার তারা আবার মামলা করতে থানায় গেলে উল্টো স্কুলছাত্রীকে দীর্ঘক্ষণ ধরে থানার একটি কক্ষে নিয়ে জিজ্ঞাসাবাদের নামে হয়রানি করা হয়েছে।’
বিবৃতিতে তিনি অবিলম্বে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় মামলা নিয়ে অভিযুক্তকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।