গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক পোশাককর্মীকে (১৯) স্বামীর সহায়তায় বাসের ভিতর ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ফারুক হোসেন (৩০) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
গ্রেফতার ফারুক কিশোরগঞ্জ সদর থানার হযরতনগর গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন গাড়িচালক। এ ঘটনায় দ্বিতীয় অভিযুক্ত ভুক্তভোগীর স্বামী পলাতক রয়েছেন।
মামলার বিবরণ ও ভুক্তভোগী নারীর সঙ্গে কথা বলে জানা যায়, তিনি ভাড়া বাড়িতে থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। গত তিন মাস আগে তার বিয়ে হয়। বিয়ের কয়েকদিন পর থেকেই স্বামীর সঙ্গে তার পারিবারিক বিষয়ে মতানৈক্য দেখা দেয়।
গত শনিবার সন্ধ্যা ৬টার দিকে ভুক্তভোগীর স্বামী তার বন্ধু ফারুক হোসেনকে ফোন করে তাদের বাসায় ডেকে আনেন। পরে রাত ১০টার দিকে তিনি ফারুক হোসেনের সঙ্গে তার স্ত্রীকে বাবার ভাড়া বাসায় পৌঁছে দেয়ার কথা বলে একসঙ্গে পাঠিয়ে দেন।
রাতে গাড়িচালক ফারুক কারখানার শ্রমিকদের বিভিন্ন জায়গায় নামিয়ে দেন। বাস ফাঁকা হলে রাত সাড়ে ১২টার দিকে তিনি নির্জন স্থানে বাস নিয়ে যান এবং বাসের ভেতর ওই তরুণীকে ধর্ষণ করেন। পরে রাত ২টার দিকে তাকে বাবার বাসার সামনে নামিয়ে দেন ফারুক এবং ঘটনা কাউকে না জানানোর জন্য হুমকি দেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, “অভিযোগ পেয়ে সোমবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় মামলা দায়ের করা হয়েছে। ওই তরুণী তার স্বামীর বন্ধুকে প্রধান ও সহায়তা করার অভিযোগে স্বামীকে দ্বিতীয় অভিযুক্ত করেছেন। ফারুক হোসেনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। স্বামী পলাতক রয়েছে।”