চট্টগ্রামের মিরসরাইতে এক শিক্ষার্থীকে অপহরণের পর ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইমতিয়াজ ইকরাম শাহীনকে আটক করেছে পুলিশ। শিক্ষার্থী মা বাদী হয়ে জোরারগঞ্জ থানায় ধর্ষণ ও অপহরণ মামলা করেছেন।

 

চট্টগ্রামের মিরসরাইয়ে এক স্কুল শিক্ষার্থীকে অপহরণের পর আটকে রেখে সাত দিন ধরে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ইমতিয়াজ ইকরাম নামে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে আটক করেছে পুলিশ।

শিক্ষার্থীর পরিবারের সদস্যরা জানান, গত ১৫ মার্চ স্কুল যাবার পথে অপহরণ করা হয় দশম শ্রেণীর ওই শিক্ষার্থীকে। খোঁজাখুঁজি করে না পাওয়ায় জোরারগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করে তার পরিবার।

অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযানে নামে। পরে মিরসরাই সদররের একটি বাড়ি থেকে মেয়েটিকে উদ্ধার ও ইকরামকে আটক করে পুলিশ। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এ ঘটনার পর শিক্ষার্থীর মা বাদী হয়ে অপহরণ ও ধর্ষণ মামলা করেছেন। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এদিকে, ঘটনাটি জানার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে এলাকাবাসী। ধর্ষণকারীর দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান তারা।

বৈশাখী টিভি

মন্তব্য করুন