জয়পুরহাটের পাঁচবিবিতে এক আদিবাসী মহিলাকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। রোববার (১৮ এপ্রিল) রাতে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের ভেদলার মোড় (পশ্চিম কৃষ্ণপুর) গ্রামে খগেন উড়াও এর বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতের নাম আরতী রানী উড়াও (৩৮)।
জানা যায়, রোববার রাতে খগেন উড়াও এর বাড়িতে পূর্ব শত্রুতার জের ধরে বিবাদী মফিজ উদ্দিনের পুত্র আবু নাসির, আবু নাসিরের পুত্র আবু নাহিদ, গ্রাম পুলিশ রুহুল আমিন, আবু নাসিরের স্ত্রী মঞ্জুয়ারা দেশীয় অস্ত্রসহ অতর্কিত হামলা চালায়। এ হামলায় গগেন উড়াও এর স্ত্রী আরতী রানী এগিয়ে আসিলে তাকে মারপিট করে আহত করে। ঐদিন রাতে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসার জন্য তাকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।
খবর পেয়ে ঘটনাস্থলের ছুটে পাঁচবিবি সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোঃ ইসতিয়াখ আলম, থানার অফিসার্স ইনচার্জ পলাশ চন্দ্র দেব, ওসি (তদন্ত) সারওয়ার হোসেন প্রমুখ।
পাঁচবিবি সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোঃ ইসতিয়াখ আলম বলেন, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।