টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় ধর্ষণ মামলায় গ্রেপ্তার করে ইবরাহীম খাঁ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতিকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। 

জেলার ভূঞাপুর উপজেলায় ধর্ষণ মামলায় গ্রেপ্তার করে ইবরাহীম খাঁ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হৃদয় মণ্ডলকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ৪ জানুয়ারি শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে ৩ জানুয়ারি শুক্রবার মামলা দায়ের হলে ওই দিনই তাকে গ্রেপ্তার করা হয়। হৃদয় উপজেলার ছাব্বিশা গ্রামের কামরুজ্জামান মণ্ডলের ছেলে।

পুলিশ জানায়, হৃদয় ওই কলেজের এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে ভয়ভীতি দেখিয়ে এবং জোর করে ধর্ষণ করে আসছে- এই অভিযোগে ওই ছাত্রী শুক্রবার একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে রাতেই অভিযুক্ত হৃদয়কে গ্রেপ্তার করে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। হৃদয় মণ্ডলের বিরুদ্ধে ২০১৭ সালে একটি অপহরণ এবং একটি নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের হয়েছিল। তবে ওই মামলা দুটিতে সে এখন জামিনে রয়েছে।

ভোরের কাগজ

মন্তব্য করুন