ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় বুধবার রাজধানীর বনানী থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক মিনহাজ মান্নান ইমনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা রমনা থানার উপ-পরিদর্শক জামশেদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, র‌্যাব সদস্যরা বুধবার সন্ধ্যায় মিনহাজসহ একই মামলার দিদারুল ভূঁইয়া নামে অপর একজনকে পুলিশে সোপর্দ করেছেন।

র‌্যাবের সহকারী পরিচালক আবু বকর সিদ্দিক গত ৫ এপ্রিল রমনা থানায় মিনহাজসহ এগারো জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

মামলার আসামিদের মধ্যে ‘রাষ্ট্রচিন্তা সংগঠনের’ সদস্য দিদারুল ভূইয়া, ব্লগার আসিফ মাহমুদ, কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর ও মোস্তাক আহমেদ রয়েছেন। এ পর্যন্ত মিনহাজসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার তথ্য অনুসারে, আসামিরা একটি ফেসবুক পেজে ‘আমি বাংলাদেশি’ নামে সরকারের বিরুদ্ধে মিথ্যা ও গুজব তথ্য পোস্ট করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

সুইডেন প্রবাসী তাসনিম খলিল ফেসবুক পেজের অ্যাডমিন, যার ২ হাজার ৫০০ ফলোয়ার রয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা জামশেদুল আলম জানান, ৭ মে বৃহস্পতিবার সকালে পুলিশ মিনহাজের বিরুদ্ধে আদালতে সাতদিনের রিমান্ড আবেদন করেছেন।

ইউএনবি

মন্তব্য করুন