দিনাজপুর সদর উপজেলার পল্লীতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে লুৎফর রহমান (৭০)নামে সাবেক এক সেনা সদস্য নিহত হয়েছেন।   এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন।

সোমবার (১ এপ্রিল) সকাল ৬টায় দিনাজপুর সদর উপজেলার ৯নং আউলিয়াপুর আস্করপুর ইউনিয়নের খয়েরবাড়ী নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- তাজপুর বাঙালপুকুর গ্রামের আয়েন উদ্দীনের ছেলে মসির উদ্দীন (৬৮) ও তাজপুর হঠাৎপাড়ার ওমর আলীর ছেলে মুদি দোকানদার ওমর সাইদুর রহমান (৫০)। এদের মধ্যে মসির উদ্দীনকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত লুৎফর রহমান সদর উপজেলার তাজপুর নতুন পাড়ার বাসিন্দা। লুৎফর রহমান সাবেক সেনা সদস্য ও মুক্তিযোদ্ধা।

 

নিহতের জামাতা মতিয়ার রহমান  জানান, সকালে নামাজ পড়ে ২ হাজী এক সঙ্গে রাস্তার ধার দিয়ে হাঁটছিলেন। এসময় পেছন থেকে ১টি ট্রাক্টর এসে তাদের চাপা দিয়ে রাস্তার পাশে ফরহাদ টেলিকম নামক একটি মুদি দোকানে ঢুকে পড়ে। এ সময় ঘটনাস্থলে লুৎফর রহমানের মৃত্যু হয় ও অপর ২ জন গুরুতর আহত হয়।

আহতকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে মসির উদ্দীনের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রংপুরে পাঠানো হয়।

তিনি আরও জানান, পরিবারের আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত লুৎফর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে বলে তিনি জানান।
এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

বাংলা নিউজ

মন্তব্য করুন