ধর্ষণের অভিযোগে বগুড়ার শেরপুর উপজেলার একটি ইউনিয়ন পরিষদের চেয়াম্যানের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

 

৩১ জুলাই শনিবার দুপুরে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল রাতে ওই নারী নিজেই বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

এজহারে উল্লেখ করা হয়েছে, এক বছর আগে ওই নারী চেয়ারম্যানের এক আত্মীয়কে ৫০ হাজার টাকা ঋণ দিয়েছিলেন। বারবার তাগাদা দেওয়ার পরেও তিনি ঋণের টাকা পরিশোধ করেননি। বিষয়টি চেয়ারম্যানকে জানানো হলে তিনি পাওনা টাকা উদ্ধার করে দেবেন বলে আশ্বাস দেন। গতকাল তিনি ওই নারীকে তার ভাড়া বাসায় দেখা করতে বলেন। চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে গেলে তিনি ওই নারীকে ধর্ষণ করেন।

গতকাল থেকেই আসামি আত্মগোপনে রয়েছেন। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।

শহীদুল ইসলাম আরও বলেন, বাদীর স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কেলজ হাপাতালে পাঠানো হয়েছে। পুলিশ অভিযুক্ত চেয়ারম্যানকে গ্রেপ্তারের চেষ্টা করছে।

দ্য ডেইলি স্টার

মন্তব্য করুন