নরসিংদী জেলা আওয়ামী লীগের দুই পক্ষের দ্বন্দ্ব বিষয়ে সংবাদ প্রকাশ করে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার আসামি হয়েছেন নরসিংদীর দুই সংবাদকর্মী।

মঙ্গলবার (২১ এপ্রিল) শহরের সাটিরপাড়া মহল্লার বাসিন্দা আ. বাছেদের ছেলে নুরে আলম নামের একজন বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলার আসামিরা হলেন নরসিংদীর স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল সময় নিউজ ডটকমের সম্পাদক হৃদয় খান ও প্রকাশক শফিকুল ইসলাম মতি। সম্পর্কে তারা বাবা ও ছেলে। হৃদয় খান বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের নরসিংদী জেলা প্রতিনিধি হিসেবেও কাজ করছেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান।

বাংলা ট্রিবিউন

মন্তব্য করুন