নাটোরের লালপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হযরত মুহাম্মদ সম্পর্কে নিয়ে কথিত কটূক্তি্র করার গুজব ছড়িয়ে রতন কুমার (২০) নামে এক হিন্দু কলেজছাত্রকে হয়রানীমূলক গ্রেফতার করার অভিযোগ পাওয়া গেছে।

 

আটক রতন কুমার উপজেলার টিটিয়া শিং পাড়া গ্রামের হরিপদের ছেলে ও ঈশ্বরর্দী সাঁড়া মাড়োয়ারী কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

২৮ জুন রতন কুমার তাঁর ফেসবুক আইডিতে ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ সম্পর্কে ‘মিথ্যা ও অবমাননাকর’ তথ্য লিখে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত দিয়েছে বলে পরিকল্পিতভাবে গুজব ছড়ানো হয়। এ খবর ভাইরাল হলে একটি ধর্মান্ধগোষ্ঠী বিক্ষুব্ধ হয়ে উঠে এবং তাকে খোঁজাখুঁজি করতে থাকে।

পুলিশের কাছে খবর পৌঁছালে তারা রতনকে নিরাপত্তা দেয়ার পরিবর্তে হয়রানীমূলক গ্রেফতার করে।

২৯ জুন সোমবার ধর্মান্ধ গোষ্ঠীটি ‘বিক্ষুব্ধ মুসল্লি’র ব্যানারে রতন কুমারের শাস্তির দাবীতে  বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করে। ঘটনাস্থলে পুলিশ সুপার (ক্রাইম) ও অতিরিক্ত পুলিশ সুপার উপস্থিত হয়ে ওই ছাত্রের সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।

লালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা জানান, ওই ঘটনার সাথে জড়িত রতন কুমারকে গতকাল (২৮ জুন) আটক করা হয়েছে। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, এ বিষয়ে পুলিশ বাদী হয়ে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছে।

দৈনিক শিক্ষা

মন্তব্য করুন