নাটোরের লালপুর উপজেলার কুঁজিপুকুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানির সময় শিক্ষককে আটক করে পুলিশে দিয়েছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ৭ জুলাই রবিবার দুপুরে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল এবং মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম।

ওই দিনই এই ঘটনায় অভিযুক্ত সহকারি শিক্ষক আব্দুল হালিম দুলালের (৫৫) বিরুদ্ধে লালপুর থানায় একটি যৌন হয়রানির মাম্ল হয়েছে। পরে এই মামলায় শিক্ষক দুলালকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দুপুরে অন্যান্য শিক্ষার্থীরা যখন খেলাধুলার জন্য বিদ্যালয় চত্বরে অবস্থান করছিল ঠিক সেই সময়ে বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে ৫ম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন হয়রানি করছিলেন শিক্ষক দুলাল। এসময় ওই শিক্ষার্থী চিৎকার দিলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসে হাতেনাতে ওই শিক্ষককে আটক করে। পরে বিদ্যালয়ের অন্য শিক্ষকরা এসে অভিযুক্ত দুলালকে পুলিশের হাতে তুলে দেন।

এ ঘটনায় ভুক্তভোগী ওই শিক্ষার্থীর বাবা নিজে বাদী হয়ে লালপুর থানায় একটি মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়।

এ প্রসঙ্গে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, “ওই শিক্ষকের বিরুদ্ধে এর আগেও এধরণের ঘটনার অভিযোগ রয়েছে বলে তারা বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানতে পেরেছেন। তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

ঢাকা ট্রিবিউন

মন্তব্য করুন