নাটোরে বর্তমান জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতির বাবাকে রাজাকার বলায় সাবেক জেলা কমিটির তিনজন নেতার বিরুদ্ধে মানহানি ও তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

১১ আগস্ট বুধবার নাটোর স্বেচ্ছাসেবক লীগের বর্তমান সভাপতি অ্যাডভোকেট ইশতিয়াক আহমেদ ডলার বাদী হয়ে নাটোরের  অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে এই মামলা দায়ের করা হয়।

মামলায় বিলুপ্ত স্বেচ্ছাসেবক লীগের সাবেক জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আহমেদ সেলিম, শহর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মলয় রায় এবং শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান শুভকে অভিযুক্ত করা হয়।

মামলায় বলা হয়, গত ২২ জুলাই শহরের ভবানীগঞ্জ মোড় এলাকায় মেহেদি হাসান শুভর ব্যক্তিগত অফিসে বর্তমান স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইশতিয়াক আহমেদ ডলারের পিতা সোনা মিয়াকে রাজাকার বলে সম্বোধন করা হয় এবং সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়। এরই সূত্র ধরে বুধবার  মানহানি এবং তথ্য প্রযুক্তি আইনে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা দায়ের করা হয়। শুনানি শেষে বিচারক আগামী ২ সেপ্টেম্বরের মধ্যে র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্প কমান্ডারকে তদন্ত করে তদন্ত রিপোর্ট দাখিলের নির্দেশ দেন। এ বিষয়ে বিলুপ্ত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আহমেদ সেলিম বলেন, প্রয়োজনীয় তথ্য প্রমাণ তাদের কাছে রয়েছে।

কালের কণ্ঠ

মন্তব্য করুন