নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সাইকেল কিনে দেওয়ার লোভ দেখিয়ে দশ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আব্দুর মতিন (৪২) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

রবিবার (৬ ডিসেম্বর) ধর্ষণের অভিযোগে ভুক্তভোগীর শিশুটির বাবা রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পরে উপজেলার গন্ধর্বপুর এলাকা থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এর আগে ৫ ডিসেম্বর শনিবার রাতে গন্ধর্বপুর হাজীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আব্দুল মতিন গন্ধর্বপুর হাজীবাড়ি এলাকার বাসিন্দা।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার রাতে একই বাড়ির ভাড়াটিয়া মতিন ওই শিশুটিকে সাইকেল কিনে দেওয়ার লোভ দেখিয়ে নির্জনস্থানে নিয়ে ধর্ষণ করে। এসময় ভুক্তভোগী শিশুটির চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে মতিন পালিয়ে যায়।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, আসামিকে গ্রেফতারের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

ঢাকা ট্রিবিউন

মন্তব্য করুন