নারায়ণগঞ্জ সদরে মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

২৮ এপ্রিল বুধবার সকালে সদর উপজেলা থেকে অভিযুক্ত রাসেল মিয়া (২৭) কে গ্রেপ্তার করা হয়।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) কৃষ্ণ পোদ্দার বলেন, ‘গত কয়েক মাস ধরে কিশোরীকে একাধিকবার ধর্ষণ করে রাসেল। অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে কিশোরী অন্তঃসত্ত্বা বলে জানায় চিকিৎসক।

এসআই কৃষ্ণ পোদ্দার জানান, এ ঘটনায় ২৭ এপ্রিল মঙ্গলবার রাতে পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়ার পর বুধবার সকালে রাসেলকে গ্রেপ্তার করা হয়।

রাসেলের বিরুদ্ধে একটি মাদক মামলাও আছে বলে জানান তিনি।

দ্য ডেইলি স্টার

মন্তব্য করুন