নীলফামারী সদর উপজ‌েলার সোনারায় ইউন‌িয়নের জয়চন্ডী পুট‌িহারি গ্রাম‌ে সন্দেহভাজন জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে পাঁজনক‌ে আটক করেছে‌ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‍্যাবের প‌রিচালক (আইন ও গণমাধ‌্যম) খন্দকার আল মুইন জানান, গ‌োপন ত‌থ্যের ভ‌িক্ত‌ি‌তে শনিবার (৪ ডিসেম্বর) ভ‌োর রা‌তে শরিফ নাম‌ে এক ব‌্যক্ত‌ির বাড়িতে অভিযানের উদ্দেশ্যে ঢাকা থেকে একটি বিশেষ দল হেলিকপ্টারে করে নীলফামারী পৌঁছায়।

ভোররাত থেকে বাড়িটি ঘিরে রাখার পর, সকাল ১০টায় অভ‌িযান চালান‌ো হয়। তবে, খবর পে‌য়ে শরিফ পাল‌ি‌য়ে যান।

স্থানীয় র‌্যাব কর্মকর্তা মাহমুদ বশির আহমেদ বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, “এ ঘটনায় অহিদুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন, জাহিদুল ইসলাম, নূর আমিন ও ওয়াহেদ আলী নামে পাঁচজনে গ্রেপ্তার করা হয়েছে।”

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএনএম ইমরান খান জানান, “ওই বাড়িতে অভিযান চালিয়ে বিস্ফোরক ও বোমা জাতীয় কিছু জিনিস পাওয়া গেছে।”

সূত্রের বরাত দিয়ে ইউএনবি’র প্রতিবেদনে বলা হয়েছে, রংপুর থেকে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে ডাকা হয়েছে। এরই মধ্যে একট‌ি শক্তিশালী বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। বর্তমানে বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করার প্রচেষ্টা চলছে।

র‌্যাব জানায়, ব‌িকেলে‌ রংপুরে সংবাদ সম্ম‌েলন করে বিস্তারিত জানানো হব‌ে।

ঢাকা ট্রিবিউন

মন্তব্য করুন