নীলফামারী জেলার ডোমার উপজেলার উত্তর মুটুকপুর গ্রামে ধর্ষণের চেষ্টাকালে ৯৯৯ এ ফোন করে রক্ষা পেয়েছেন এক গৃহবধূ। ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে দ্রুত উপস্থিত হয়ে অভিযুক্ত বরিউল ইসলামকে হাতেনাতে আটক করে।

 

পুলিশ জানিয়েছে, গৃহবধূ পারভীন আক্তারের স্বামী মোঃ ওলিয়ার রহমান ঢাকায় রিক্সা চালকের কাজ করে। পারভীন আক্তার নিজ গ্রাম উত্তর মুটুকপুরে একটি ছোট মনিহারির দোকানদারি করে। স্বামী বাড়ীতে না থাকায় একা পেয়ে একই গ্রামের বরিউল ইসলাম (৫০) প্রায় পারভীন আক্তারকে উত্যক্ত করতো এবং কু-প্রস্তাব দিত। ঘটনার দিন রবিউল ইসলাম পারভীন আক্তারের কাছে যায় এবং কুপ্রস্তব দিয়ে শ্লিলতাহানীর চেষ্টা চালায়। এসময় পারভীন আক্তার সুযোগ বুঝে ৯৯৯ এ ফোন করেন।

ফোন পেয়েই দ্রুত ডোমার থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে রবিউল আক্তারকে আটক করে থানায় নিয়ে আসে।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোস্তাাফিজুর রজমান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, পারভীন আক্তার ১৩ মার্চ থানায় নিজে উপস্থিত হয়ে রবিউল ইসলামের নামে মামলা করেছেন (মামলা নং ৫)।

সময় নিউজ টিভি

মন্তব্য করুন