হাইকোর্ট ও জেলা জজ কোর্টের চিরস্থায়ী নিষেধাজ্ঞাকে অমান্য করে নেত্রকোনার মদন পৌরসভা মেয়র সাইফুল ইসলাম সাইফ মনগড়া নদী নৌঘাট পৌরসভার ঘাট হিসেবে ইজারা দিয়েছেন।  ১৭ জুলাই দুপুরে ঘাটের ইজারাদার যুবদল সদস্য মো. মাহফিজুর রহমান সাইনবোর্ড নিয়ে নৌঘাট কালেকশনের জন্য লোক পাঠায়। এ সময় ওয়াক্‌ফ কমিটির লোকজন বাধা দিয়ে সাইনবোর্ড সরানোর কথা বলেন। উক্ত ঘটনার ছবি ও তথ্য সংগ্রহ করতে গেলে ইজারাদারের সন্ত্রাসী বাহিনীর নেতা মীর মুরাদ (২৬) দৈনিক মানবজমিন মদন উপজেলা প্রতিনিধি নুরুল হক রুনুকে অকথ্য ভাষায় গালমন্দ করে। একই সঙ্গে মারপিট করার জন্য তেড়ে এসে মোবাইল ফোন কেড়ে নেয়ার চেষ্টা চালায়। এ সময় উপস্থিত লোকজন দৌড়ে এসে এই প্রতিনিধিকে রক্ষা করেন। এরপরও সন্ত্রাসী মুরাদ চিৎকার করে বলে- ওই সাংবাদিককে উঠিয়ে নিয়ে যাবো। ওকে খুন করে গুম করে ফেলবো।

এমন সাংবাদিককে খেয়ে ফেললেও আমার কিছু হবে না।’ তাৎক্ষণিক ঘটনাটি মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল কান্তি সরকারকে অবহিত করা হয়। এ বিষয়ে মামলা করার প্রস্তুতি চলছে। বর্তমানে ওই প্রতিনিধি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

মানব জমিন

 

মন্তব্য করুন