নোয়াখালীর চাটখিলে ছাত্রকে বলাৎকারের অভিযোগে এক মাদরাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। ৭ সেপ্টেম্বর শনিবার দুপুরে উপজেলার খালিশপাড়া আলাউদ্দীন ভূঁইয়া কওমি মাদরাসা থেকে অভিযুক্তকে আটক করা হয়। আটক মাসুদুর রহমান হবিগঞ্জের চুনারুঘাটের দক্ষিণ দেবর গাছা গ্রামের মো. আবদুল্যাহের ছেলে। তিনি ওই মাদরাসার হিফজ বিভাগের শিক্ষক।
মামলার তথ্যানুাযায়ী, বেশ কয়েক দিন থেকে মাদরাসার হিফজ বিভাগের এক ছাত্রকে বলাৎকার করে আসছিলেন শিক্ষক মাসুদুর। ভুক্তভোগী ছাত্র বিষয়টি তার অভিভাবকসহ অন্যান্যদের জানালে স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, ভুক্তভোগীর বাবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষক আটক করা হয়েছে। পরে তিনি বাদী হয়ে একটি মামলা করেন। আটক শিক্ষককে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে। এছাড়া ভুক্তভোগী ছাত্রকে মেডিকেল পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।