ফেসবুকে বন্ধুত্বের সূত্রে গৃহকর্মী কিশোরীকে (১৬) ঢাকা থেকে বরিশালে এনে আটকে রেখে যৌন হয়রানির অভিযোগে স্বামী-স্ত্রীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

২৮ ফেব্রুয়ারি রোববার বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ নগরীর নিউ সার্কুলার রোডের একটি বাসায় অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার করে। মঙ্গলবার বিকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশ এ তথ্য জানিয়েছে।

গ্রেফতারকৃতরা হচ্ছেন- আরিফুল ইসলাম সুমন (২৪), তার স্ত্রী হাবিবা আক্তার সুমি (১৮) ও তাদের সহযোগী মো. আরিফ (২২)।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক আসাদুজ্জামান জানান, ভুক্তভোগী কিশোরী বাদী হয়ে গ্রেফতার তিনজনের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা দায়ের করেছেন। তাদের আদালতে পাঠানো হলে বিচারক তিনজনকেই কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

পরিদর্শক আসাদুজ্জামান জানান, ওই কিশোরী ঢাকায় বিভিন্ন বাসায় গৃহপরিচারিকার কাজ করতেন। ফেসবুকে তার সঙ্গে বন্ধুত্ব হয় বরিশাল নগরীর বাসিন্দা আরিফুল ইসলাম সুমনের। কিশোরী তার অসহায়ত্বের কথা জানালে সুমন তাকে বরিশালে ভালো চাকরি দেয়ার প্রলোভন দেখায়। এতে কিশোরী রাজি হলে সুমনের স্ত্রী হাবিবা আক্তার সুমি ঢাকায় গিয়ে তাকে প্রায় পাঁচ মাস আগে বরিশালে নিয়ে আসেন।

বরিশালে নিয়ে আসার পর নগরীর নিউ সার্কুলার রোডে ‘কবিরবাগ’ নামক বাড়ির টিনশেড ভাড়াটিয়া বাসায় রাখা হয় কিশোরীকে। এরই মধ্যে কয়েক মাস পেরিয়ে গেলেও তাকে কোনো চাকরি দেওয়া হয়নি। উল্টো সুমন ও তার বন্ধু আরিফ প্রায়ই কিশোরীকে যৌন হয়রানি করতো। কিশোরী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ভয়ভীতি দেখানো হয়।

এমন খবরে পুলিশ অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার করে। এ সময় স্বামী-স্ত্রী ও এক সহযোগীকে গ্রেফতার করা হয়।

যুগান্তর

মন্তব্য করুন