বগুড়ার শেরপুরের সোলাকুড়ি পূর্বপাড়া গ্রামের বুদ্ধি প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষনের ঘটনায় ১৩ মে বুধবার রাতে শেরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রেক্ষিতে ধর্ষক মেছের আলী (৪০) কে আটক করেছে থানা পুলিশ।

 

গত ৯ মে রাত ৮টার দিকে মামা বাড়ি থেকে টিভি দেখে একা ফেরার পথে ধর্ষণের শিকার হন।

এ ব্যাপারে গত ১৩ মে (বুধবার) রাতে মেয়ের বাবা মো. কুরবান আলী বাদি হয়ে শেরপুর থানায় মেছের আলীর বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে শেরপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মালিপাড়া এলাকা থেকে রাত সাড়ে ১২ টার দিকে ধর্ষক মেছের আলীকে আটক করে থানায় নিয়ে আসেন।

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর বলেন, ধর্ষন মামলা হওয়ার পর ওই রাতেই ধর্ষক মেছের আলীকে আটক করা হয় এবং জেল হাজতে প্রেরন করা হয়েছে।

বার্তা বাজার

মন্তব্য করুন