নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির নেতা মো. কামরুজ্জামানকে (৪২) গ্রেফতারের তথ্য জানিয়েছে বগুড়া ডিবি পুলিশ।

 

সোমবার (১ ফেব্রুয়ারি) রাতে শাজাহানপুর উপজেলার বনানী বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতারের সময় তার কাছ থেকে তিন লাখ টাকা, বেশ কিছু সৌদি ও মালয়েশিয়ার মুদ্রা এবং জিহাদি বই জব্দ করা হয় বলে দাবি পুলিশের। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে ডিবি পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর আবদুর রাজ্জাক এসব তথ্য জানান।

বিবৃতিতে পুলিশ জানায়, নব্য জেএমবির বাইতুলমাল বিভাগের সদস্য কামরুজ্জামান নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার শাহজাদপুর গ্রামের মৃত আবদুল হাফিজের ছেলে। তিনি ঢাকার কলাবাগান এলাকায় বসবাস করতেন। দাওয়াতি কার্যক্রম পরিচালনা, অর্থ সংগ্রহ ও সংগঠনকে শক্তিশালী করার দায়িত্ব নিয়ে বিভিন্ন জেলা সফর করছিলেন। সোমবার রাত ১০টার দিকে গোপনে খবর পেয়ে বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী বাসস্ট্যান্ড এলাকা থেকে কামরুজ্জামানকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে নগদ তিন লাখ ৩৮ হাজার ৬৩১ টাকা, ৪১০ সৌদি রিয়েল, দুই মালয়েশিয়ার রিংগিত এবং ১৬টি নিষিদ্ধ জিহাদি বই জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নব্য জেএমবির বাইতুলমাল বিভাগের দায়িত্বশীল বলে জানিয়েছেন। তিনি দাওয়াতি কার্যক্রম ও অর্থ সংগ্রহ, বিতরণ এবং ধর্মীয় উগ্রবাদ প্রচারের জন্য দেশের বিভিন্ন জেলা সফর করছিলেন। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে তার যোগাযোগ ছিল। ডিবি পুলিশের এসআই ওয়াদুদ শাজাহানপুর থানায় কামরুজ্জামানের বিরুদ্ধে থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মঙ্গলবার বিকালে তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসমা মাহমুদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়।

বাংলা ট্রিবিউন

মন্তব্য করুন