ছেলের বউকে (১৯) ছয় মাস ধরে ধর্ষণের অভিযোগে আবদুল মোমিন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের চৌমুহনী বেলোহালী দক্ষিণপাড়া থেকে শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে তাকে গ্রেফতার করা হয়। রবিবার (৯ ফেব্রুয়ারি) আদালতের মাধ্যমে তাকে হাজতে পাঠানো হয়েছে।
শনিবার রাতে ওই গৃহবধূ দুপচাঁচিয়া থানায় মামলা করলে পুলিশ রাতেই তার শ্বশুরকে গ্রেফতার করে। দুপচাঁচিয়া থানার ওসি মিজানুর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন।
দুপচাঁচিয়া থানার এসআই শফিকুর রহমান জানান, দুপচাঁচিয়া উপজেলার বেলোহালী দক্ষিণপাড়া গ্রামের আবদুল মোমিন কবিরাজী চিকিৎসা করেন। এলাকায় তিনি ভণ্ড কবিরাজ হিসেবে পরিচিত। তার ছেলে ৮ মাস আগে বিয়ে করে। গত ছয় মাস ধরে ছেলে কাজে গেলে মোমিন তার পুত্রবধূকে ধর্ষণ করে আসছেন। সর্বশেষ ৪ ফেব্রুয়ারি মোমিন তাকে ধর্ষণ করে। শনিবার রাতে দুপচাঁচিয়া থানায় শ্বশুরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন ওই পুত্রবধূ। পুলিশ রাতেই বাড়ি থেকে মোমিনকে গ্রেফতার করে।
তিনি আরও জানান, রবিবার দুপুরে মোমিনকে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া ভুক্তভোগী গৃহবধূকে হাসপাতালে পাঠানো হয়েছে।