অনৈতিক কর্মকাণ্ডে জড়িত এবং দলীয় ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম ফারুককে রবিবার সাময়িক বহিষ্কার করা হয়েছে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস বিষয়টি নিশ্চত করেছেন।

গোলাম ফারুক বানারীপাড়া উপজেলা পরিষদেরও চেয়ারম্যান।

২৪ অক্টোবর বৃহস্পতিবার এক তরুণী তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে রাজধানীর ভাটারা থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, গোলাম ফারুকের গ্রামের বাড়ি বানারীপাড়ার ডান্ডোয়াটে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় তার নিজস্ব ফ্ল্যাট রয়েছে। তবে কেউ থাকে না সেখানে। ফারুক মাঝে-মধ্যে বানারীপাড়া থেকে এসে ওই ফ্ল্যাটে ওঠেন। ওই ফ্ল্যাটেই মেয়েটিকে ধর্ষণ করেন তিনি।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুজ্জামান ইউএনবিকে জানান, বরিশালের বাসিন্দা মেয়েটি রাজধানীর পল্লবী এলাকার একটি বিউটি পার্লারে কাজ করেন।

মেয়েটির বরাত দিয়ে ওসি বলেন, ‘গোলাম ফারুক তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক গড়ে তোলে।

ইউএনবি

মন্তব্য করুন