ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় বাউলশিল্পী রিতা দেওয়ানসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আগামী ২৭ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের তারিখ ঠিক করেছেন আদালত।

ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন আজ সোমবার এই আদেশ দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ওই ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী শামীম আল মামুন।

রিতা দেওয়ান ছাড়া মামলার অপর দুই আসামি হলেন শাহজাহান ও ইকবাল হোসেন। অভিযোগ গঠনের সময় তাঁরা আদালতে হাজির ছিলেন। রীতা দেওয়ানসহ তিন আসামি জামিনে আছেন।

মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, পালাগানের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে গত বছরের ২ ফেব্রুয়ারি বাউলশিল্পী রিতা দেওয়ানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে নালিশি মামলা করেন আইনজীবী ইমরুল হাসান। মামলাটি আমলে নিয়ে তদন্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন ট্রাইব্যুনাল। তদন্ত শেষে আসামি রিতা দেওয়ানসহ তিনজনের বিরুদ্ধে গত বছরের ৩ নভেম্বর আদালতে প্রতিবেদন জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পরিদর্শক শেখ মো. মিজানুর রহমান।

 

তদন্ত প্রতিবেদনে বলা হয়, পালাগানের মাধ্যমে আসামি রিতা দেওয়ান ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছেন। আর রিতা দেওয়ানের ওই ভিডিও প্রচার করেন আসামি শাহজাহান ও ইকবাল হোসেন।

প্রথম আলো

মন্তব্য করুন