বান্দরবান পার্বত্য জেলাধীন বান্দরবান সদর উপজেলার রাজভিলা ইউনিয়নে সেনাবাহিনীর এক সদস্য কর্তৃক এক আদিবাসী মারমা নারী (২৩) ধর্ষণের চেষ্টার শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

 

১৮ জানুয়ারি সোমবার দুপুরে তাইনখালি বাজার পাড়া গ্রামে জুম্ম নারীটির নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারীর দুই বছরের এক সন্তান রয়েছে। ঘটনার সময় তার স্বামী বাড়িতে ছিলেন না বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত প্রায় দেড় মাস ধরে তাইনখালি বাজার পাড়া গ্রামের পার্শ্ববর্তী তাইনখালি বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অস্থায়ী ক্যাম্প করে প্রায় ৩০ জনের সেনাবাহিনীর একটি দল অবস্থান করছে। ঐ সেনাদলের এক সদস্য দুপুর ১:০০ টার দিকে সাদা পোশাকে ওই জুম্ম নারীর বাড়িতে আসে। এসময় সেনা সদস্যটি বাড়িতে একা পেয়ে জুম্ম নারীটিকে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে। সাথে সাথে নারীটি চিৎকার করলে আশেপাশের গ্রামবাসী ঘটনাস্থলে এগিয়ে আসে। এরপর অবস্থা বেগতিক দেখে সেনা সদস্যটি দ্রুত অস্থায়ী ক্যাম্পে পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে,  ১৯ জানুয়ারি তাইনখালি বাজার পাড়াসহ আশেপাশের পাঁচটি গ্রামের মানুষ ঘটনাস্থলে জড়ো হয়ে সেনা সদস্য কর্তৃক এই ধর্ষণ চেষ্টার ঘটনার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছেন এবং দোষী সেনা সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন। ইতোমধ্যে সেখানে গ্রামের বিভিন্ন মুরুব্বিরাসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত হয়েছেন।

জানা গেছে, উক্ত তাইনখালি বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেনাদলটি পূর্বে নোয়াপাড়া রাবার ফ্যাক্টরি অস্থায়ী ক্যাম্পে ছিল। তারা আসে মূলত কুহালং ইউনিয়নের ডুলুপাড়া সেনা ক্যাম্প থেকে।

হিল ভয়েস.নেট

মন্তব্য করুন