নিরাপত্তাহীনতার কথা জানিয়ে নিলয়ের ফেসবুক স্ট্যাটাস লেখেন ২০১৫ সালের ১৫ ই মে ব্লগার নীলয় নীল। অনন্ত বিজয় দাশ হত্যার প্রতিবাদে আয়োজিত একটি সমাবেশে যোগ দিয়ে ফেরার পথে নিলয়কে কয়েকজন অনুসরণ করছিল। বুঝতে পেরে তিনি পুলিশের কাছে গিয়েছিলেন জিডি করতে, তার জিডি কেউ নিতে রাজি হয়নি। এরপর ৭ আগষ্ট আনসারুল্লাহ বাঙলা টিম তার বাসায় ঢুকে তাকে হত্যা করে চলে যায়। বাসা ভাড়া নিতে আসার ভান করে তার বাসায় প্রথমে একজন এবং পরে আরো কয়েকজন ঢুকে বাসার অন্যদেরকে এক ঘরে আটকে রেখে তাকে অন্য ঘরে কুপিয়ে খুন করে।
নিজের জীবন দিয়ে ব্লগার নীলয় নীল প্রমাণ করে যান বাংলাদেশে নাস্তিক, নির্ধর্মী, ধর্মনিরপেক্ষতাবাদী, মৌলবাদবিরোধী, বাকস্বাধীনতায় বিশ্বাসীদের কোনো নিরাপত্তা নেই, দেশত্যাগ ছাড়া তাদের বাঁচার আর কোনো উপায় নেই। এমনকি পুলিশও তাদের নিরাপত্তা দিতে অক্ষম।