চরফ্যাসনে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী বর্তমানে চরফ্যাসন হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় সপ্তাহখানেক আগে শ্বশুরের বিরুদ্ধে চরফ্যাসন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। তবে সাত দিন পেরিয়ে গেলেও সেটি মামলা হিসেবে নেয়নি পুলিশ।
সাংবাদিকদের কাছে লিখিত অভিযোগে ভুক্তভোগী জানান, পুলিশ মামলা নেওয়ার আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করে এখন তাকে আদালতে মামলা করার পরামর্শ দিচ্ছে।
গৃহবধূ জানান, তার স্বামী চট্টগ্রামে দিনমজুরের কাজ করেন। গত বৃহস্পতিবার তার স্বামী ও শাশুড়ি বাড়িতে ছিলেন না। এদিন রাতে শ্বশুর কাদের মাঝি (৫০) ও তিনি একই ঘরে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে শ্বশুর তাকে মুখে গামছা গুঁজে দিয়ে ধর্ষণ করে। এ সময় তিনি শ্বশুরের হাত থেকে বাঁচতে পাশের চাচি শাশুড়ির ঘরে গিয়ে আশ্রয় নেন।
তিনি অভিযোগ করেন, চরফ্যাসন থানার ওসি আসামিপক্ষের দ্বারা প্রভাবিত হয়ে অনৈতিক লেনদেনের বিনিময়ে ধর্ষণের মামলা না নিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন।
এদিকে, অভিযুক্ত কাদের মাঝির বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। বাড়ির লোকজন বলছেন, ঘটনার পরদিন থেকেই তিনি বাড়িতে আসেননি।
চরফ্যাসন থানার ওসি মনির হোসেন মিয়া জানান, অনৈতিক লেনদেনের বিষয়টি সঠিক নয়। তদন্ত করে ধর্ষণের বিষয়টি সঠিক মনে হয়নি, তাই মামলা নেওয়া হয়নি। ভুক্তভোগীকে আদালতে মামলা করতে বলা হয়েছে।