মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে সাইকেলে ঘোরানোর কথা বলে ডেকে নিয়ে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসাছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন টঙ্গিবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াজুল ইসলাম।

 

অভিযুক্ত মাদ্রাসাছাত্র মো. সিয়াম (১৫) উপজেলার পাঁচগাও মান্দ্রা এলাকার বাসিন্দা। এর আগে শনিবার দুপুরে ধর্ষণের ঘটনা ঘটে।

ভুক্তভোগীর পরিবার ও পুলিশ জানায়, শনিবার দুপুরে ভাইয়ের সঙ্গে বাড়ির পাশে খেলছিল ভুক্তভোগী শিশু। এ সময় পাশের বাড়ির সিয়াম সাইকেল নিয়ে বের হয়। তাকে দেখে সাইকেলে চড়ার আবদার করে শিশুরা। এ সময় সিয়াম সাইকেলে চড়ানোর কথা বলে শিশুটিকে আড়ালে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এতে ভুক্তভোগীর রক্তক্ষরণ শুরু হলে শিশুটিকে রাস্তায় ফেলে পালিয়ে যায় সে।

এদিকে রাস্তায় শিশুটিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পরিবারের লোকজনকে খবর দেয়। তবে লোকলজ্জার ভয়ে তারা বাড়িতেই ভুক্তভোগীর চিকিৎসার ব্যবস্থা করে। কিন্ত অবস্থা খারাপ হওয়ায় সোমবার সকালে প্রথমে টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় শিশুটিকে। কিন্তু শিশুটির অবস্থা গুরুতর দেখে চিকিৎসকরা তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠান।

টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ এ প্রসঙ্গে জানান, “অভিযুক্ত সিয়ামকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে।”

ঢাকা ট্রিবিউন

মন্তব্য করুন