অনলাইনে জঙ্গিবাদ প্রচারণার অভিযোগে আনসারুল্লাহ বাংলা টিম-এবিটি’র এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার কুতুবখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার ব্যক্তির নাম মো. আব্দুল আলিম (২১)। এ সময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল সেট, চারটি সিম কার্ড, দুইটি উগ্রবাদী বই ও চ্যাটিংয়ের স্ক্রিনশট জব্দ করা হয়।

অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) এর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস শাখার পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘‘গ্রেফতার আসামি মো. আব্দুল আলিম টেলিগ্রাম গ্রুপ ‘এই শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী গ্রুপের’ অ্যাডমিন হিসেবে কাজ করে আসছিল। অনলাইনে জঙ্গিবাদ প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল সে। এছাড়া সাধারণ মানুষের মধ্যে ধর্মীয় উগ্রবাদী মতাদর্শ প্রচার ও আতঙ্ক সৃষ্টির মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পাশাপাশি নাশকতা পরিকল্পনার প্রস্তুতি নেওয়ার জন্য ‘সিকিউরড গ্রুপ’ খুলে নিজেদের মধ্যে চ্যাটিং করে আসছিল।’’

এই গ্রুপের দুই সদস্যকে গত ১০ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয়েছে।বাকি সদস্যদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। ১০ ফেব্রুয়ারি নরসিংদী জেলার রায়পুরা থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এজাহারভুক্ত পলাতক আসামি ছিল আব্দুল আলিম বলে জানাযন অ্যান্টি টেরোরিজম ইউনিটের এই কর্মকর্তা।

বাংলা ট্রিবিউন

মন্তব্য করুন