ময়মনসিংহের মুক্তাগাছায় দুই মাদ্রাসাছাত্রকে যৌণ নিপীড়নের অভিযোগে আহসান কবির (৩৫) নামে এক শিক্ষককে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বুধবার (৮ মে) ওই শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন মুক্তাগাছা থানার ওসি আলী মাহমুদ।

পুলিশ জানায়, উপজেলার স্থানীয় ঈশ্বরগ্রামের ফয়জুর রহমান হাফেজিয়া মাদ্রাসার ১১ থেকে ১২ বছর বয়সী দুই চাচাতো জেঠাতো ভাইকে নিজ কক্ষে ডেকে নিয়ে বলাৎকারে করেন ওই মাদ্রাসা শিক্ষক। পরে দুই মাদ্রাসাছাত্রই তাদের পরিবারকে বিষয়টি জানালে মঙ্গলবার (৭ মে) রাতে এক মাদ্রাসাছাত্রের বাবা বাদী হয়ে অভিযুক্ত ওই মাদ্রাসা শিক্ষককে আসামি করে মুক্তাগাছা থানায় একটি মামলা দায়ের করেন। পরে রাতেই এ মামলায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ।

ওসি আলী মাহমুদ জানান, অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে বুধবার (৮ মে) দুপুরে আদালতে হাজির করা হলে আদালত তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ টাইমস

মন্তব্য করুন