যশোর জেনারেল হাসপাতালের শিক্ষানবিশ (ইন্টার্ন) চিকিৎসকের বিরুদ্ধে প্রেমের নাম করে ল’ কলেজের ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। ব্যর্থ হয়ে তাকে শারীরিক নির্যাতন করেছে। এ ঘটনায় যশোর জেনারেল হাসপাতালে ওই ছাত্রী অভিযোগ দেওয়ায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ দিন কর্মদিবসের মধ্যে হাসপাতালের তত্ত্বাবধায়ক তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

জানা গেছে, সেন্টাল ল’ কলেজের ওই ছাত্রীর বাড়ি মাদারীপুর জেলায়। সেখানে ডা. তন্ময় কুমার বেড়াতে গেলে তাদের সঙ্গে পরিচয় হয়। পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিন ধরে তাদের সম্পর্ক চলে আসছে। বিয়ের প্রতিশ্রুতিতে তারা দু’একজন একসঙ্গে বিভিন্ন এলাকা ঘুরেছেন। ১৮ জানুয়ারি ডা. তন্ময় যশোর থেকে ঢাকায় তার সঙ্গে দেখা করতে যায়। ঘোরাঘুরির একপর্যায়ে অজ্ঞাত এক স্থানে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। কিন্তু বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে তাকে শারীরিক নির্যাতন করে ডা. তন্ময়। পরে তাকে ফেলে যশোরে চলে আসেন।

পরবর্তী সময়ে ওই ছাত্রী যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক দিলীপ কুমার রায়ের কাছে ২৭ জানুয়ারি লিখিত অভিযোগ দেন। অভিযোগটি আমলে নিয়ে সুষ্ঠু তদন্তের জন্য বৃহস্পতিবার তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করে দিয়েছেন। সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. অজয় কুমার সরকারকে কমিটির প্রধান করা হয়েছে। কমিটির সদস্য অন্য দুইজন হলেন- সহকারী অধ্যাপক ডা. ইমদাদুল হক রাজু ও হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলীপ কুমার রায় বলেন, তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র

মন্তব্য করুন