যশোরে চিকিৎসার নামে ধর্ষণের ঘটনায় এক বুদ্ধিপ্রতিবন্ধী (৩০) তিন মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক পল্লী চিকিৎসকের বিরুদ্ধে বুধবার (৩১ মার্চ) দুপুরে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

 

জানা গেছে, যশোর সদর উপজেলার এক বুদ্ধিপ্রতিবন্ধীকে চিকিৎসার নামে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিলেন একই এলাকার পল্লী চিকিৎসক ডা. শাহিনুর রহমান।

এতে করে ওই প্রতিবন্ধী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে পল্লী চিকিৎসককে জানানো হয়। তিনি অস্বীকার করলে প্রতিবন্ধীকে তার স্বজনরা আল্ট্রাসোনো করার জন্য মঙ্গলবার সকালে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

তবে পুলিশের অনুমতি ছাড়া অবিবাহিত কারও অন্তঃসত্ত্বা পরীক্ষা করা সম্ভব নয় উল্লেখ করে তাকে থানায় যোগাযোগের পরামর্শ দেন যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক সাজ্জাদ হোসেন।

প্রতিবন্ধীর চাচা জানান, বিষয়টি জানার পর ৩০ মার্চ সোমবার বিকালে ইউপি সদস্য মনকিরকে জানানো হয়। তিনি সরকারি হাসপাতালে পরীক্ষা করার পরামর্শ দেন। সে অনুযায়ী মঙ্গলবার সকালে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার থানায় যোগাযোগ করতে বলেছেন। ১ এপ্রিল বুধবার থানায় গেলে প্রথমে অভিযোগ নিতে চায়নি। পরবর্তীতে অভিযোগ নিয়েছে।

যশোর কোতয়ালি থানার ওসি (তদন্ত) শেখ তাসলিম আলম বলেন, “বিষয়টি শুনেছি। তবে অভিযোগটি এখনো হাতে পাইনি।”

ঢাকা ট্রিবিউন

মন্তব্য করুন