রাজধানীর তুরাগে ত্রাণের প্রলোভন দেখিয়ে কিশোরীকে (১২) ধর্ষণের ঘটনায় ধর্ষককে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করছে এলাকাবাসী। 
২০ মে বুধবার সকালে তুরাগের নয়নীচালা একতা যুবসংঘের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
সংগঠনের সদস্য মো. ওলী উল্লাহ বলেন, ইতিপূর্বে অভিযুক্ত তাওহীদ এ রকম ন্যাক্করজনক ঘটনা আরও ঘটিয়েছে। অপকর্ম করে বার বার পার পেয়ে যাওয়ায় একই ধরনের নেক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি হলো। আমরা তার কঠোর শাস্তি দাবি করছি।
সংগঠনের সভাপতি মনির হোসেন বলেন, পূর্বের ঘটানাগুলোর মতো গত ১৬ মে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা চলছে বলে আমরা জানতে পেরেছি। আমরা এ বিষয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যেন তারা অবিলম্বে অভিযুক্ত ধর্ষককে গ্রেফতারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে।
এছাড়াও, ২১  মে বৃহস্পতিবার সকালে ‘আমরা তুরাগবাসী ৫২, ৫৩, ৫৪ নং ওয়ার্ড’ নামের ফেসবুক গ্রুপের উদ্যোগে অভিযুক্ত ধর্ষককে অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালনের কথা রয়েছে।
গত ১৬ মে ত্রাণের প্রলোভনে তুরাগের নয়নীচালা এলাকায় হাসান মঞ্জিলের ৪র্থ তলায় রান্নাঘরে ১২ বছরের এক কিশোরীকে আটকে রেখে ধর্ষণ করে তাওহীদ নামের এক বখাটে যুবক। পরবর্তীতে এ ঘটনায় মামলা দায়ের হলেও অভিযুক্ত পলাতক থাকায় ৪ দিনেও তাকে গ্রেফতার করতে পারেনি তুরাগ থানা পুলিশ।

মন্তব্য করুন