রাজবাড়ী পৌর শহরের শ্রীপুর হোসনাবাদ এলাকায় নার্সারী শ্রেণির এক শিশুকে (৬) ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগি শিক্ষার্থীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর মনসুর মোল্লা (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

এজাহার সূত্রে জানা যায়, ওই শিশু পরিবারের বাড়ি পাংশা উপজেলায়। তারা মনসুর মোল্লার বাড়িতে প্রায় পাঁচবছর ধরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে। শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী। ১৬ নভেম্বর রোববার শিশুটি বিদ্যালয় থেকে ফেরার পর বাড়ির সামনে খেলাধুলা করছিল। এসময় মনসুর মোল্লা তাকে ডেকে তার ফ্লাটে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন।

শিশুটির মা মনসুরের ফ্লাটে শিশুটির গোঙানির শব্দ শুনতে পেয়ে ঘরে প্রবেশ করে তাকে উদ্ধার করে।

ধর্ষণ চেষ্টার অভিযোগ অস্বীকার করে মনসুর মোল্লা জানান, আমি হজ্জ করে এসেছি। আমার বিরুদ্ধে করা অভিযোগ মিথ্যা। আমাকে পরিকল্পিতভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। ধর্ষণ চেষ্টার সঙ্গে আমি জড়িত নই।

রাজবাড়ী সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার আসামিকে শহরের বড় মসজিদ এলাকা থেকে গ্রেফতার করে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে। ধর্ষণ চেষ্টার অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পরিবর্তন

মন্তব্য করুন