গণসংযোগে বাধা দেওয়াকে কেন্দ্র করে রাজশাহীর বাগমারায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।
বুধবার (১৯ ডিসেম্বর) বিকেলে বাগমারা উপজেলার হামিরকুৎসায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে রাজশাহী-৩ আসনের বিএনপি প্রার্থী আবু হেনা নেতাকর্মীদের নিয়ে বাগমারার গোয়ালকান্দি বাজারে গণসংযোগে গেলে স্থানীয় জনগণ তাদের বাধা দেয়। বাধার মুখে সেখান থেকে ফিরে গিয়ে হামিরকুৎসা বাজারে যান আবু হেনা।
হামিরকুৎসায় গণসংযোগ শুরু করলে আওয়ামী লীগের নেতাকর্মীরা আবু হেনার বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবিকে পৃষ্ঠপোষকতার অভিযোগ তুলে সেখান থেকে চলে যেতে বলেন।
উল্লেখ্য, আবু হেনা সংসদ সদস্য থাকাকালে সেখানে জেএমবির টর্চার সেল ছিল। তার বিরুদ্ধে জঙ্গি মদদের অভিযোগ রয়েছে এলাকাবাসীর।