২০১৫ সালের ১৭ অক্টোবর ইমরান এইচ সরকারকে ফেসবুক থেকে ‘ইসলামিক স্টেট’-এর সম্পৃক্ত একটি পেইজ থেকে হত্যার হুমকি দেয়া হয়। যদিও তাঁঁকে হুমকি দেয়ার ঘটনা এবারই প্রথম নয়৷ এর আগেও একাধিকবার হত্যার হুমকি পেয়েছেন তিনি৷ উগ্রপন্থিদের ‘হিট লিস্ট’-ও তাঁর নাম দেখা গেছে একাধিকবার৷ তবে সেসব হুমকিকে খুব একটা গুরুত্ব দেননি তিনি৷ কিন্তু এবার হুমকি পাওয়ার পর থানায় সাধারণ ডায়েরি করেছেন ইমরান এইচ সরকার৷
তিনি জানান, যে ফেসবুক অ্যাকাউন্ট থেকে তাঁকে হুমকি দেয়া হয়েছে সেটির সঙ্গে ‘ইসলামিক স্টেট’-এর সম্পৃক্ততা রয়েছে৷ আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীটির বিভিন্ন পাতা এবং গ্রুপে সদস্যপদ রয়েছে অ্যাকাউন্টটির৷