শেরপুরে এক মাদ্রাসা ছাত্রকে নির্যাতনের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বজনরা জানান, অনুমতি না নিয়ে বাড়িতে যাওয়ার অপরাধে গতকাল (১ মার্চ) ভোরে সদর উপজেলার মোকসুদপুর দারুল উলুম কওমী মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্র আবু ইউসুফকে বেধড়ক পিটিয়ে আহত করেন শিক্ষক মাওলানা ইসান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। খবর পেয়ে সদর হাসপাতালে শিশুটির শারীরিক অবস্থার খোঁজ খবর নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

শেরপুর সদর হাসপাতালের ইএমও ডা. যুবাইর ওয়াহীদ বলেন, সারা শরীরে জখম ছিল, তবে আশঙ্কাজনক কিছু নেই।

শেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ আল মামুন বলেন, আমরা দেখলাম তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

সময় নিউজ টিভি

মন্তব্য করুন