সাভারে একনারীকে গণধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে ওই নারীর দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়। এর আগে শুক্রবার (১৭ অক্টোবর )দুপুরে বিরুলিয়া এলাকার সামাইর গ্রামের সিদ্দিকের বাড়িতে এ ঘটনা ঘটে।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হচ্ছে, চাপাইনবাবগঞ্জের জেলা সদর থানার বাবলাবনা গ্রামের মইনুল ইসলামের ছেলে রাজু আলী (৩৫) ও একই এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে রিয়াজ আলী (২০)।
পুলিশ জানায়, গৃহকর্মী হিসেবে বেশকয়েকটি বাড়িতে কাজ করার সময় রাজুর সাথে পরিচয় হয় ওই নারীর। রাজু তাকে প্রায়ই তাদের বাড়িতে যেতে বলতো। এরই সূত্র ধরে গত শুক্রবার ওই নারী রাজুর বাড়িতে গেলে তাকে কুপ্রস্তাব দেয় সে। ওই নারী রাজি না হওয়ায় একপর্যায়ে একটি কক্ষে আটকে রেখে তাকে গণধর্ষণ করে তারা।
এসময় ওই নারী চিৎকার করার চেষ্টা করলে রাজু ধারালো ব্লেড দিয়ে তার গলায় আঘাত করে। পরে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে ওই নারীকে উদ্ধার ও বখাটে দুই যুবককে আটক করে । খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, “এ ঘটনায় ওই নারী নিজে বাদী হয়ে মামলা দায়ের করেছেন।” মামলাটিতে গ্রেফতার দেখিয়ে দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।