সাভারে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি বাসচালক নিজামুদ্দিন সরদার মিজানকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাব।

 

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার অনু মং। এর আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে ধামরাই এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানান তিনি। গ্রেফতার মিজানের বাড়ি বরিশাল জেলায়।

র‌্যাব সূত্র জানায়, গত ২১ অক্টোবর ভোরে কৌশলে ওই শিশুটিকে প্রতিবশী শরিফের বাড়ির একটি কক্ষে নিয়ে তাকে ধর্ষণ করা হয়। পরে তাকে হত্যার ভয়-ভীতি দেখিয়ে ওই কক্ষে আটকে রেখে বাইরে থেকে তালা ঝুলিয়ে চাবি বাড়ির মালিকের ছেলের কাছে দিয়ে পালিয়ে যায় অভিযুক্ত ব্যক্তি। পরে স্থানীয়রা খোঁজ করে ওই বাড়িটি থেকে শিশুটিকে উদ্ধার করে। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে ওই বাসচালককে প্রধান আসামি করে মামলা দায়ের করেন। এরপর থেকেই ওই বাসচালক পলাতক ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে ধামরাই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার অনু মং বলেন, “বুধবার সকালে শিশু ধর্ষণ মামলার আসামিকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়।” এছাড়াও আটককৃত চালক প্রাথমিকভাবে ধর্ষণের কথা স্বীকার করেছে বলেও জানান তিনি।

ঢাকা ট্রিবিউন

মন্তব্য করুন