রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকী’কে নিজ বাসার পাশে সকাল বেলায় জবাই করে হত্যা। পুলিশ জানায়, শিক্ষক রেজাউল করিম বাড়ি থেকে নাস্তা শেষে হেঁটে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে বের হন। তিনি বাসা থেকে বের হয়ে শালবাগান মোড়ে এসে গাড়িতে উঠতেন। কিন্তু বাসা থেকে মাত্র ১০০ গজ দূরে শালবাগান বাজারের পশ্চিম পাশে গলির মধ্যে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পেছন থেকে তাকে কুপিয়ে হত্যা করা হয়। তার ঘাড়ে তিন থেকে চারটি জখম আছে। মৃত্যু নিশ্চিত করতে জবাই করা হয় বলেও পুলিশ জানিয়েছে।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, অধ্যাপক রেজাউল করিমের লাশ ‘কাঙ্ক্ষিত’ নামের একটি বাড়ির গেটের সামনে উপুড় হয়ে পড়ে আছে। রক্তের দাগ লেগে আছে ওই বাড়ির দেয়ালে।

পরবর্তীতে দায় স্বীকার করে আইএসআইএস।

The Hindu | Indian Express প্রিয় ডট কমবাংলাদেশ প্রতিদিন

মন্তব্য করুন