গত ১০ ডিসেম্বর নিখোঁজ হবার দুই পরে আজ (১২ ডিসেম্বর) পাবনার ঈশ্বরদীততে স্বেচ্ছাসেবক লীগ নেতা আসাদুল ইসলাম এরশাদের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার বিকাল ৩টার দিকে মুলাডুলি বাণিজ্যিক ইক্ষু খামারের সংলগ্ন একটি খালে তার লাশ পাওয়া যায়।

তিনি মুলাডুলি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এবং ওই ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রামনাথপুর গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান মোক্কাস প্রামানিকের ছেলে।


সহিংসতাসহ জাতীয় নির্বাচন ২০১৮’র গুরুত্বপূর্ণ ঘটনার টাইমলাইন


 

জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরুর দিন তার নিখোঁজ হওয়া এবং পরে খুন হওয়া রাজনৈতিক কিনা তা পরিবার কিংবা পুলিশ নিশ্চিত করতে পারেনি।

ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দিন ফারুকী জানান, এরশাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার একটি কান কেটে ফেলা হয়েছে; একটি চোখ ক্ষত করা হয়েছে এবং তার গলায় বৈদ্যুতিক তার পেঁচানো ছিল।

“ধারণা করা হচ্ছে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।”

বিডিনিউজ২৪

 

 

মন্তব্য করুন