নেত্রকোণার আটপাড়া উপজেলার নছিবপুর এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে নারী-শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার (১২ জানুয়ারি) দুপুরে নেত্রকোণা-মদন সড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের কোনো খবর পাওয়া যায়নি।
আহতদের মধ্যে তাৎক্ষণিক শিশু আকলিমা (৫), যুবক ওয়ালিদ (২৫) ও মনিরের (২৩) নাম জানা গেলেও বাকিদের নাম জানা যায়নি। তাদের প্রত্যেককে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের চারটি ইউনিটসহ নেত্রকোণা মডেল থানা ও আটপাড়া থানার পুলিশ সদস্যরা উদ্ধার তৎপরতায় কাজ চালাচ্ছেন। এতে স্থানীয়রাও অংশ নিয়ে কাজ করছেন।
নেত্রকোণা ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর আল-আমিন বাংলানিউজকে জানান, গাজী এন্টার প্রাইজের যাত্রীবাহী একটি বাস মদন থেকে ছেড়ে নেত্রকোনা যাচ্ছিলো। পথে আটপাড়া উপজেলার নছিবপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পুকুরে পড়ে যায়।
এদিকে ঘটনার খবর পেয়ে উদ্ধার তৎপরতায় পরিদর্শনে নেত্রকোণা জেলা প্রশাসক (ডিসি) মো. মঈনউল ইসলাম, নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল ও নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান ছুটে যান।
পুলিশ কর্মকর্তা খরুজ্জামান জুয়েল বলেন, উদ্ধার কাজ চলছে। পানিতে বা বাস ভেতরে কোনো যাত্রী রয়েছে কি-না তা খুঁজে দেখা হচ্ছে।
সূত্র: জাগোনিউজ