বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খানের গাড়িবহরে হামলা করা হয়েছে।
বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার অভিযোগ করেছেন, ছাত্রলীগ ও যুবলীগের পক্ষ থেকে এ হামলা চালানো হয়েছে।
১৬ ডিসেম্বর রোববার বেলা বারোটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচদোনা বাজারে নির্বাচনী প্রচারকালে এ হামলার ঘটনা ঘটে।
তিনি আরো অভিযোগ করেছেন, এ হামলায় পথচারী, বাজারের দোকানী এবং দলীয় নেতাকর্মীসহ প্রায় ৫০ জনের অধিক আহত হয়। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসা হয়েছে।