নওগাঁর রানীনগর উপজেলায় ট্রাক্টর উল্টে চাপা পড়ে হারেজ আলী মন্ডল (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় তোরাব আলী নামে এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
বুধবার দুপুরে উপজেলার বান্দায়খাড়া-নওগাঁ সড়কের দুই নম্বর স্লুইসগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হারেজ আলী মন্ডল রানীনগর উপজেলার পূর্ব বালুভরা গ্রামের মৃত তুমিজ মন্ডলের ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত ট্রাক্টরটির হেলপার ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বালু বহনের জন্য ট্রাক্টর নিয়ে রানীনগর থেকে বান্দায়খাড়া যাওয়ার সময় বান্দায়খাড়া-নওগাঁ সড়কের দুই নম্বর স্লুইসগেট এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
এ সময় বিপরীত দিক থেকে আসা এক মোটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে রাস্তার পাশের পুকুরে উল্টে যায় ট্রাক্টরটি। চালক ট্রাক্টর থেকে লাফ দিয়ে বাঁচলেও ট্রাক্টরে থাকা হেলপার ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। সেই সঙ্গে মোটরসাইকেল আরোহী তোরাব আলীকে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
রানীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান বলেন, খবর পেয়ে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সূত্রঃ জাগোনিউজ